চলছে শীতকাল। হালকা শীতে আরামেই দিন কা'টাচ্ছেন অনেকেই। তবে টালিউডের সাহসী অ'ভিনেত্রী শ্রীলেখা মিত্রের দিন ভালো যাচ্ছে না। গেলো ২০ নভেম্বর ছিল তার বিয়েবার্ষিকী'। যদিও ৮ বছর আগেই ভেঙে গেছে সেই সংসার। আপাতত ফেসবুকে পাত্র খুঁজছেন তিনি!
সোশ্যাল মিডিয়ায় বেশ সরব শ্রীলেখা। বিভিন্ন স্ট্যাটাস ও ছবি পোস্ট করে আলোচনায় থাকা'টা তার নিয়মিত ঘটনা। প্রায়ই তাকে মেকআপবিহীন লুকে ছবি পোস্ট করতে দেখা যায়। তবে পাত্র খুঁজতে সেজেগুজে এসেছেন তিনি।
শ্রীলেখার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে- খোলা চুল, গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভা'রী নেকপিস, কানে ঝোলা দুল। হাসি মুখে শ্রীলেখার প্রশ্ন—‘মে'য়ে পছন্দ?’
ফেসবুকে এমন পোস্টের পরই শ্রীলেখার বিয়ের গুঞ্জন শুরু হয়। দর্শকমহলে প্রশ্ন উঠেছে আচ'মকা এমন পোস্ট কেন করলেন শ্রীলেখা? আবারও সাত পাকে বাঁ'ধা পড়তে চাচ্ছেন তিনি? সত্যি কী' বিয়ের জন্য পাত্র খুঁজছেন?
সোশ্যাল মিডিয়ায় যখন প্রশ্নে জর্জ'রিত তখন সে সবের উত্তর খুঁজতে ভা'রতীয় একটি সংবাদমাধ্যম শ্রীলেখার সঙ্গে যোগাযোগ করেন। শ্রীলেখা বলেন, ‘জানেনই তো, নিজেকে নিয়ে মজা করতে ভালোবাসি। সেজেগুজে ছবি তুলেছি। মনে হলো সবাইকে দেখাই! আর নিজেকে পরখ করে দেখতে দোষ কী'?’
তিনি আরও বলেন, ‘মে'য়ে পছন্দ মানে বিয়ের জন্যই পছন্দ করতে হবে তেমন তো কোনো কথা নেই। কেউ নিজের মে'য়ে হিসেবেও তাকে পছন্দ করতে পারে। চাইলে মে'য়ে হিসেবে আমাকে দত্তকও নিতে পারেন।’
ব্যক্তিগত জীবনে ২০০৩ সালের ২০ নভেম্বর শিলাদিত্য স্যান্নালকে বিয়ে করেছিলেন শ্রীলেখা। ১০ বছর সংসার করে ২০১৩ সালে বিয়েবিচ্ছেদের পথে হাঁটেন তারা। ৮ বছর আগে স'ম্পর্কটা শেষ হলেও বিশেষ দিনটিতে স্বামীর জন্য মন খা'রাপ ছিল শ্রীলেখার। তাইতো ভেঙে যাওয়া বিয়ের তারিখটা মনে রেখে আবেগঘন পোস্ট দিয়েছেন।
গেলো শনিবার (২০ নভেম্বর) বিয়ের দুটি ছবি শেয়ার করেন শ্রীলেখা। ক্যাপশনে লেখেন, ‘কিছু কিছু দিন জীবনে এমন দাগ কে'টে যায় বা এমন ক্ষত দিয়ে যায়, যা চিরতরে থেকে যায়। একইসঙ্গে সেই ক্ষত আবার ভালোলাগারও। ২০০৩ সালের এমনই এক ২০ নভেম্বর বিয়ে করেছিলাম। আর এই ২০ নভেম্বরই আমা'র বাবার জন্ম'দিন। দু’দিনই আজ আমা'র জীবনে অ'তীত। বিয়েও অ'তীত হয়েছে আর বাবাও ছেড়ে চলে গেছে। আমি শুধু স্মৃ'তির পাতা ওল্টাচ্ছি।’
কিছু দিন আগেই শ্রীলেখার বাবা মা'রা গেছেন। মৃ'ত্যুর পর এটিই শ্রীলেখার প্রথম জন্ম'দিন ছিল। তাই বিশেষ দিনটিতে অ'ভিনেত্রীর মন কতখানি ভা'রী হয়েছে, তা বাড়িয়ে বলা নিষ্প্রয়োজন।
উল্লেখ্য, শ্রীলেখা ও শিলাদিত্যের সংসারে একটি কন্যার জন্ম হয়েছিল। তার নাম ঐশী। মে'য়ে এখন মায়ের কাছেই থাকে। তবে বাবার সঙ্গেও যোগাযোগ নিয়মিত। সন্তানের কথা ভেবে শ্রীলেখা ও শিলাদিত্যও তাদের মধ্যে সুন্দর স'ম্পর্ক বজায় রেখেছেন।
