নানাবাড়িতে দেয়াল ধসে ৯ মাসের শি'শুর মৃ'ত্যু, দাদা বলছেন খু'ন

 


ঢাকার কেরানীগঞ্জে দেয়াল ধসে আবরার নামে নয় মাসের একটি শি'শু মা'রা গেছে। শি'শুটির নানাবাড়ির লোকজন বলছেন, এটি একটি দুর্ঘ'টনা।


কিন্তু দাদা বলছেন, তার নাতিকে খু'ন করা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) রাজধানীর আলী আজগর হাসপাতা'লে চিকিৎসাধীন অবস্থায় শি'শুটি মৃ'ত্যুবরণ করে।

এর আগে রোববার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের কলাকান্দি এলাকায় নানার বাড়িতে দেয়াল ধসে শি'শুটি আ'হত হয়।


আবরারের চাচাত মামা রবিন জানান, আবরারের বাবার নাম মো. পারভেজ ও মায়ের নাম সুপ্তি বেগম। আবরারের দাদা বাড়ি ঢাকার কদমতলী থা'নার দক্ষিণ দনিয়া কুদার বাজার আদর্শ সড়ক এলাকায়। আবরারের বাবা কাতারে থাকেন। এজন্য গত তিনমাস ধরে আবরারকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন সুপ্তি। গত ২১ নভেম্বর বিকেল ৫টার দিকে ছোট খালা আবরারকে নিয়ে তাদের দোতলা বাড়ির ছাদে যান। এসময় আবরারের মা ঘরে ছিলেন। ছাদে উঠে আাবরারকে ছাদের আড়াই ফুট উঁচু দেয়ালে বসালে আবরার দেয়াল থেকে পড়ে যায়, এসময় দেয়ালটি ধসে আবরারের গায়ের ওপর পড়ে। এতে শি'শুটি গুরুতর আ'হত হয়। এ অবস্থায় শি'শুটিকে ঢাকার আলী আজগর হাসপাতা'লে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১২টার দিকে সে মা'রা যায়।


তিনি আরো জানান, দেয়ালটি অনেক পুরনো ছিল বলে টেম্পার ছিল না, তাই দুর্ঘ'টনাটি ঘটেছে।


এদিকে আবরারের দাদা আয়নাল আহমেদ জানান, এটি একটি পরিক'ল্পিত হ'ত্যাকা'ণ্ড। আড়াই ফুট দেয়াল থেকে পড়ে কারো মা'রা যাওয়ার কথা নয়।


তিনি আরো বলেন, আমা'র ছে'লে পারভেজের সঙ্গে সুপ্তির বিয়ে হয় বছর দুয়েক আগে। বিয়ের কিছুদিন পর থেকেই ওদের বনিবনা হচ্ছিল না। আমা'র ছে'লে আট মাস আগে কাতার চলে যায়। পরে সুপ্তি ওর বাবার বাড়িতে চলে যায়। ছে'লের সঙ্গে ঝগড়ার কারণে ও আমাদের বাসায় থাকতে চাইতো না। স'ম্পর্ক ছাড়াছাড়ির পর্যায়ে চলে গিয়েছিল। পরে বিষয়টি মীমাংসা করার জন্য এবং বউ যেন আমাদের বাসায় আসে- এ জন্য আগামী দুই/তিনদিন পর এলাকার মুরব্বিদের নিয়ে বসার কথা ছিল। এর আগেই ওরা এমনটা করল। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমা'র নাতিকে মে'রে ফেলছে ওরা। ওয়াল থেকে পড়ার নাট'ক সাজিয়েছে।


আবরারের দাদি আয়শা বেগম বলেন, আমা'র আদরের ধন দাদু ভাইকে ওরা হ'ত্যা করে কাহিনী বানিয়েছে। আমি আমা'র দাদু হ'ত্যার সুষ্ঠু বিচার চাই।


এ বিষয় দক্ষিণ কেরানীগঞ্জ থা'নার উপ-পরিদর্শক (এসআই) সজিব জানান, ময়নাত'দন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃ'ত্যুর কারণ জানা যাবে।


দক্ষিণ কেরানীগঞ্জ থা'নার ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমি শুনেছি, আবরারের দাদি আয়শা বেগম একটি অ'ভিযোগ দায়ের করেছেন। ত'দন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post