বিয়ের প্যান্ডেলে জানাজা হলো বরের, এলাকা জুড়ে শোকের ছায়া
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বিয়ের আগের রাতে আল আমিন নামে মাস্টার্স পড়ুয়া এক ছাত্র মৃত্যুবরণ করেছেন।মৃ’ত্যু’কালে তাঁর বয়স হয়েছিল ২৭ বছর। ১২ আগস্ট বৃহস্পতিবার শিবগঞ্জের দেউলী ইউনিয়নের রহবল দক্ষিণপাড়ার বাড়ি থেকে তার বরযাত্রা যাওয়ার কথা থাকলেও সকালে শয়নঘরে তার নিথ;র দে;হ পাওয়া যায়।
পরে তাঁর বিয়ের প্যান্ডেলে জানাজা শেষে দুপুরে তার মরদেহ দাফ;ন করা হয়। স্থানীয়রা জানান, আল আমিন বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল দক্ষিণপাড়া গ্রামের আলম আকন্দের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে মাস্টার্সের ছাত্র ছিলেন। পাশাপাশি সংসারের কাজ করতেন। আল আমিনের সঙ্গে একই উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী গ্রামের আশরাফ আলীর মেয়ে আরেফা আকতারের (১৮) বিয়ে ঠিক হয়। আত্মীয়স্বজন এসে বাড়ি ভরে যায়। বুধবার পরিবারের সদস্যরা দুজনের গায়েহলুদের আয়োজন করেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বরযাত্রার কথা ছিল।
সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। দরজা খুলে বিছানায় আল আমিনের নি;থর দেহ দেখতে পাওয়া যায়। তার মৃত্যুতে দুটি পরিবারে শো;কের ছায়া নেমে আসে। বরযাত্রার সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিয়ের প্যান্ডেলের কাছে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গো;রস্থানে তার; মর;দেহ দাফ;ন করা হয়েছে।
পরিবারের উদ্ধৃ;তি দি;য়ে দেউ;লী ইউনি;য়নের চে;য়ারম্যান আব;দুল হাই প্রধান জানান, আল আ;মিন উচ্চ রক্তচাপে ভুগছিলেন। স্বজনদের ধারণা, তিনি ঘুমের মধ্যে স্ট্রোকে মা;রা গেছেন। বাবা আলম আকন্দ জানান, ছেলের মৃত্যুর ব্যাপারে তাদের কোনো সন্দে;হ বা অ;ভি;যোগ ;নে;ই। শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সাংবাদিকদের কাছে এমন ঘটনা শুনলেও পরিবারের কেউ থানায় অবহিত করেননি।
আরও একটি নিউজ পড়ুন,,,,
পরীমনিকে বাঁচাতে সত্যি সত্যিই ছুটে এলেন নায়ক
নায়িকা পরীমণির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আ’দালত৷ শুক্রবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল এ নির্দেশ দেন। ঢালিউডের এ নায়িকার মা’মলার প্রধান আইনজীবী মুজিবর রহমান। মুজিবর রহমানের নেতৃত্বে আট সদস্যের দলের প্রধান তিন সহকারী আইনজীবীর অন্যতম হলেন ঢাকাই সিনেমা’র বর্তমান প্রজন্মের নায়ক আমান রেজা।
চিত্রনায়ক আমান রেজা গণমাধ্যমকে বলেন, নায়কের কাজ হলো নায়িকার পাশে দাঁড়ানো সহকর্মী ও সহযোদ্ধার জন্য লড়তে পারাটা দায়িত্বের পাশাপাশি এক রকম তৃপ্তিরও। আমান রেজা আরও বলেন, আমি চলচ্চিত্রবিষয়ক কয়েকটি মা’মলায় এর আগেও লড়েছি। আ’দালতে দাঁড়ানো শুধু পেশাগত দায়িত্ব নয়, চলচ্চিত্রের প্রতি এক রকম দায়বোধের ব্যাপারও কাজ করেছে। পরীমণির শুনানির প্রথম দিন ঢাকার বাইরে থাকায় আ’দালতে উপস্থিত থাকতে পারিনি। তবে আজ থাকতে পেরে ভালো লাগছে।
এর আগে দুই দফায় ছয়দিনের রি’মান্ড শেষে শুক্রবার পরীকে আ’দালতে হাজির করা হয়। এরপর মা’মলার ত’দন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আ’ট’কে রাখার আবেদন করেন মা’মলার ত’দন্ত কর্মক’র্তা। অ’পরদিকে জামিন চেয়ে আবেদন করেন পরীমণির আইনজীবী। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষ।
উভ’য়পক্ষের শুনানি শেষে আ’দালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পরীকে নিয়ে যাওয়া হয় কাশিমপুর কারাগারে। উল্লেখ্য, গত ৫ আগস্ট পরীমণিকে বনানী থা’নার মা’দক মা’মলায় চারদিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুদিনের রি’মান্ডে পাঠান আ’দালত।
