রাজশাহীতে ঋণের কিস্তি তুলতে গিয়ে ট্রেনে কা'টা পড়ে মা'রা গেছেন ডলি পারভিন (৩৭) নামে এক গ্রামীণ ব্যাংক কর্মী। সোমবার (২৯ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে রাজশাহী নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এ দুর্ঘ'টনা ঘটে।
ডলি পারভিন গ্রামীণ ব্যাংকের রাজশাহীর পবা উপজে'লার হড়গ্রাম শাখায় কর্ম'রত ছিলেন। তিনি স্বামী আব্দুস সবুরের সঙ্গে নগরীর তেরোখাদিয়া উত্তরপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্বামীও গ্রামীণ ব্যাংকে কর্ম'রত। তারা নাটোর জে'লার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৮টার দিকে ডলি পারভিন তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় কিস্তি আদায়ে যান। তাকে নামিয়ে দিয়ে তার স্বামী সড়কের পাশে মোটরসাইকেল পার্কিং করছিলেন। ওই সময় রাজশাহী নগরীতে ঢুকছিল মহানন্দা এক্সপ্রেস। অসাবধানতায় রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করেন ডলি।
এ সময় ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের ওপর ছিট'কে পড়ে কা'টা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি প্রা'ণ হারান। খবর পেয়ে রাজশাহী রেলওয়ে থা'না পু'লিশ ম'রদেহ উ'দ্ধার করে।
রাজশাহী জিআরপি থা'নার ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) রকিবুর ইস'লাম জানান, ম'রদেহ উ'দ্ধারের পর থা'নায় নেওয়া হয়েছে। এ নিয়ে অ'পমৃ'ত্যু মা'মলা হচ্ছে। পু'লিশ আইনত ব্যবস্থা নেবে।
