আজকাল কোনো কিছুই যেন নেটাগরিকদের চোখ এড়ায় না। যেকোনো ব্যতিক্রম কিছু দেখলেই তা ছোট ভিডিও করে কিংবা ছবি তুলে ভাই'রাল করে দেয় সোশ্যাল মিডিয়ায়। অনেকে আবার এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারকাখ্যাতির স্বাদও উপভোগ করেছেন। এই যেমন, সি ইউ নট ফর মাইন্ড ভাই'রাল শ্যামল, হিরো আলম, রানা ঘাটের রানু মণ্ডল ইত্যাদি ইত্যাদি।
এবার সেই তালিকায় যু'ক্ত হয়েছে এক ফেরিওয়ালার নাম। ‘কাঁচা বাদাম’ শিরোনামের একটি গান গেয়ে ভাই'রাল হয়েছেন তিনি।
এই গানটি তার ব্যবসার উদ্দেশ্যে তিনি নিজের মতো করে তৈরি করেছেন।
গানটিতে ছন্দে ছন্দে বিভিন্ন জিনিসপত্রের বিনিময়ে কাঁচা বাদাম লেনদেনের কথা বলা হয়েছে। গানটি গাইতে গাইতে গ্রামে সাইকেল নিয়ে তাকে ঘুরতে দেখা যায়।
মূলত তিনি বিভিন্ন বাড়ি থেকে মোবাইলের কেসিং বা সিটি গোল্ড এর পুরাতন গহনার পরিবর্তে টাকা অথবা কাঁচা বাদাম বিনিময় করছেন।
গানের ভিডিওতে দেখা যায়, যারা তার কাছে কোনো কিছু বিনিময় করতে যাচ্ছেন তখন ক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে, তার কাছে কোনো ‘ভাজা বাদাম’ পাওয়া যাচ্ছে না। তিনি শুধু কাঁচা বাদামের বিনিময়ে বিভিন্ন জিনিস আদান-প্রদান করে থাকেন। কাঁচা বাদামটাই যেন তার কাছে জরুরি বিষয়।
তবে অনেকের মনেই প্রশ্ন গানটির রচয়িতা কে এবং সুরকারই বা কে আর কী' সেই ফেরিওয়ালা। কিন্তু এখনও সেই ফেরিওয়ালার নাম-পরিচয় জানা যায়নি।
তবে গানটির টিউন এবং লিরিক এতটাই মিষ্টি এবং মধুর যে অনেকেই এই গানটিকে ভালোবেসে ফেলেছেন এবং গানটি শেয়ার করেছেন। অনেকে আবার গানটির ডিজে ভা'র্সনও বের করেছেন। এমনকি সোশ্যাল ইনফুলেন্সারাও এই গানে টিকট'ক বানিয়ে মজা করেছেন।
