আমির খান ও কিরণ রাও এর ১৫ বছরের দাম্পত্য জীবনের অবসান হয়েছে গত জুন মাসে। বলিউডে সুখী দম্পতি হিসেবে পরিচিত হলেও দ্বিতীয় বিয়েও ভেঙেছে আমিরের। তবে বিচ্ছেদ হতে না হতেই অ'ভিনেতার তৃতীয় বিয়ের জল্পনা এখন তুঙ্গে। আর সেই নারী আর কেউ নন, ‘দা'ঙ্গাল’ ছবিতে আমিরের বড় মে'য়ের চরিত্রে অ'ভিনয় করা ফাতিমা সানা শেখ। খবর হিন্দুস্তান টাইমসের।
মূলত, আমির-কিরণের বিচ্ছেদের পরই ফাতিমা'র সাথে তার প্রে'মের গুঞ্জন শুরু হয়। অনেকে আবার মনে করেন, ফাতিমা'র জন্যই বিচ্ছেদ ঘটেছে আমিরের। শোনা যাচ্ছে, আগামী এপ্রিলে আমির-কারিনার ‘লাল সিং চড্ডা’ ছবি মুক্তির পরই ফাতিমা'র সাথে বিয়ের পর্ব সারবেন তিনি। অবশ্য এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্যই করেননি অ'ভিনেতা।
এ দিকে, প্রে'মের স'ম্পর্ক নিয়ে আমির মুখে কুলুপ আঁটলেও চুপ থাকেননি ‘দা'ঙ্গাল’ অ'ভিনেত্রী। আগেই এ বিষয়টি স্পষ্ট ‘না’ বলে দিয়েছেন ফাতিমা। তিনি বলেন, আমির খান শুধুমাত্র আমা'র মেন্টর। এ ছাড়া তার সাথে আমা'র আর কোনো স'ম্পর্ক নেই, থাকতেই পারে না।
তবে গোটা বিষয়টি নিয়ে আমির খান বেশ বির'ক্ত। বিয়ে-প্রে'মের গুঞ্জনটিকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়ে দিয়েছেন তার ঘনিষ্ঠ মহলও। তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ আমির।
