হাটহাজারীতে পারিবারিক কলহের জেরে সিএনজি অটোরিকশাচালক মো. শাহ আলমকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই ছেলেকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।
শুক্রবার রাতে নিহতের স্ত্রী তাহেরা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। (মামলা নং ৩৪)। মামলায় মেজো ছেলে মো. জাহেদুল ইসলাম (১৯) ও ছোট ছেলে মো. খোরশেদুল আলমকে (১৫) আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম।
উল্লেখ্য, শুক্রবার বিকালে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আমীন মোহাম্মদ মুন্সীর বাড়িতে পারিবারিক বিরোধের জের ধরে পিতা মো. শাহ আলমকে মেজো ছেলে মো. জাহেদুল ইসলাম ও ছোট ছেলে মো. খোরশেদুল আলম কুপিয়ে হত্যা করে। ঘটনার পর পুলিশ জাহেদুল ইসলামকে (১৯) গ্রেফতার করে।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সিএনজি অটোরিকশাচালক মো. শাহ আলমকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মো. জাহেদুল ইসলামকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মামলার অপর আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
