এই বেয়াদব মহিলা তো নিজেই সংবেদনশীল না: প্রিন্স মাহমুদ

 


কান চলচ্চিত্র উৎসব ঘুরে দেশে মুক্তি পেয়েছে আ'লোচিত সিনেমা ‘রেহানা ম'রিয়ম নূর’। আব্দুল্লাহ মোহাম্ম'দ সাদ পরিচালিত এ সিনেমা দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। তবে রবিবার (২১ নভেম্বর) আজমেরী হক বাঁধন অ'ভিনীত এ সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে হইচই ফেলে দেন আ'লোচিত লেখিকা তসলিমা নাসরিন।


সিনেমাটির ‘কড়া’ সমালোচনা করেন তিনি। তার এমন সমালোচনা সঠিক মনে হয়নি গুণী গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদের।


প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘আ'লোচিত ‘রেহানা ম'রিয়ম নূর’ সিনেমা নিয়ে এবার সমালোচনা করছে লেখিকা তসলিমা নাসরিন। লিখছে রেহানাকে তার সংবেদনশীল, সৎ বা উদার কোনো মানুষ মনে হয় নাই। হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। এই নারসিসিস্ট বেয়াদব মহিলা তো নিজেই সংবেদনশীল না। ‘আবরার এমনি এমনি ম'রে গেছে, হ'ত্যা ইচ্ছাকৃত নয়’—বলার পর আমি তাকে দীর্ঘদিন একা থাকার জন্য সে অ'সুস্থ ও ট্রিটমেন্ট নেয়ার পরাম'র্শ দিলে সে আমাকে ডিলিট করে দেয়। যে নিজের সমালোচনা সহ্য করতে পারে না সে মুক্তমনা, উদার হয় কেমন করে?’


প্রিন্স মাহমুদ আরও লিখেছেন, ‘যে লেখা সামান্য বোঝে, সেও জানে যে তসলিমা'র লেখা অ'ত্যন্ত নিম্নমানের এবং একটা কবিতা লিখেছি একটু দেখু'ন না দেখু'ন না করে বড় বড় লেখকদের পা চেটে একটা জায়গা করে নিয়েছিল মাত্র। আর ডাক্তার এবং মোটামুটি সাদা চামড়ার নাদুস-নুদুস একটা কিছু ছিল বলে বড় লেখকদের সহযোগী হিসেবে জায়গা পেয়ে যায়। দু’একটা নিম্নমানের বইটই লিখলো। অশিক্ষিত মৌলবাদীরাও হৈ হৈ করে উঠল। দেশের বাইরে একটা পার্মান্যান্ট ব্যবস্থা হয়ে গেল। ওরে আর পায় কে?’


প্রশ্ন ছুড়ে দিয়ে ‘বাংলাদেশ’ খ্যাত গীতিকার প্রিন্স মাহমুদ লিখেন, ‘আচ্ছা, ও (তসলিমা নাসরিন) সিনেমা'র কী' বোঝে? এই বয়সে অ'তৃপ্তিতে ভুগছে। কিছু বলদ ফ্যান-ট্যান জুটিয়ে সহমত দিদি, সহমত দিদি শুনতে শুনতে দিন দিন আরো অ্যাবনরমাল হয়ে যাচ্ছে। মুক্তমনা শব্দের পেছন মে'রে ছেড়েছে ফাজিলটা…।’

Post a Comment

Previous Post Next Post