৯০২ ফুট গভীর গুহায় পড়েও জীবিত!

 


যুক্তরাজ্যের ব্রেকন বিকন্স পর্বত এলাকায় পা পিছলে ৯০২ ফুট গভীর গুহায় পড়ে যান এক অভিযাত্রী।


মনে করা হচ্ছিল তাকে আর জীবিত পাওয়া যাবে না।


কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শেষ পর্যন্ত ৫৩ ঘণ্টার প্রচেষ্টা শেষে সোমবার তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।


গুহা থেকে তাকে বের করে আনার পর করতালি দিয়ে উল্লাস প্রকাশ করেন উদ্ধারকারীরা।


প্রায় আড়াইশ আন্তর্জাতিক স্বনামধন্য মানুষ উদ্ধার অভিযানে যোগ দেন। গুহাটির নাম ওগোফ ফিন্নন ডি। বিবিসি।

Post a Comment

Previous Post Next Post