বলিউডের আ'লোচিত ও জনপ্রিয় তারকা দম্পতি অজয় দেবগণ এবং কাজল। তাদের প্রে'ম করে বিয়ে করার গল্প কম বেশি সবারই জানা। একে একে ২২টা বসন্ত পার করেছেন তারা। তবে ভুল বোঝাবুঝি ও স'ম্পর্কের টানাপোড়েন যে একেবারেই হয়নি তা নয়।
অন্য নায়িকাদের সঙ্গে অজয়ের পরকী'য়া প্রে'ম নিয়ে তাসের ঘরের মতোই হুড়মুড়িয়ে ভেঙে পড়ার দশা হয়েছিল কাজলের সংসারে। ভা'রতীয় গণমাধ্যমে বলছে, পর'কী'য়ায় জড়িয়ে পড়েছিলেন অজয়। একাধিক নায়িকাকে মন দিয়েছেন তিনি।
‘ওয়ান্স আপন আ টাইম’ ছবিতে একসঙ্গে কাজ করছিলেন অজয়-কঙ্গনা।পর্দার প্রে'ম নাকি গড়িয়েছিল বাস্তবেও। সেই প্রে'ম আরও গাঢ় হয়। অজয়ের সঙ্গে সংসারের স্বপ্নও দেখে ফেলেন কঙ্গনা। কিন্তু মোক্ষম সময়ে পিছিয়ে যান অজয়। দাম্পত্য ভেঙে বেরিয়ে আসতে চেয়েও পরে আর পারেননি তিনি।
এর আগে, অজয়ের জীবনে তখনও কাজলের আগমন ঘটেনি। ‘দিলওয়ালে’ ছবি করতে গিয়ে রাবিনার প্রে'মে পড়েন নায়ক। চলেছিল প্রে'মপত্রের লেনদেনও। কিন্তু দিন কয়েকেই অজয়ের প্রে'ম ফুরিয়ে যায়। করিশ্মা কাপুরকে মনে ধরে নায়কের। রাবিনার সঙ্গে স'ম্পর্কের শেষ টানেন তিনি। রাগে-দুঃখে নাকি আত্মহ'ত্যা করতে বসেছিলেন রাবিনা। অজয় অবশ্য এই সব কিছুকেই ‘ভু'য়া’ বলে উড়িয়ে দিয়েছিলেন।
এছাড়া অজয়ের সঙ্গে টাবুকে জড়িয়েও নানা কথা শোনা যায়। তাদের বন্ধুত্ব বহুদিনের। কলেজেও একসঙ্গে পড়াশোনা করেছেন তারা। পর্দাতেও জুটি হিসেবে সফল অজয় এবং টাবু। দু’জনের রসায়নে প্রে'মের আঁচ পেয়েছিলেন অনেকেই। কিন্তু সফা'লতা পায়নি সেই স'ম্পর্ক। বলা হয়, অজয়ের কারণেই নাকি এখনও বিয়ে করেননি টাবু।
উল্লেখ্য, ছবির মতোই বর্ণিল অজয়ের জীবন। বারবার প্রে'ম এসেছে, আবার ভেঙেছে। সব বিতর্কের ঝড় পেরিয়ে তার মন থিতু হয়েছে কাজলে। আপাতত দুই সন্তান এবং স্ত্রী'কে নিয়ে সুখে দিনযাপন ‘ফুল অউর কাঁটে’র নায়কের।
