ছোট পর্দার জনপ্রিয় অ'ভিনেতা আফরান নিশো ও জনপ্রিয় অ'ভিনেত্রী মেহ'জাবিন চৌধুরী। এই দুই জুটি উপহার দিয়েছেন একাধিক দর্শকপ্রিয় নাট'ক। তাদের দুজনকে একসঙ্গে দেখা নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই তার ভক্ত-অনুরাগীদের। এবার এই জুটির একটি নাচের ভিডিও ভাই'রাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, একটি স্টেজে দাঁড়িয়ে আফরান নিশো ও মেহ'জাবীন চৌধুরী। সাদা রঙের কেডসের সঙ্গে কালো রঙের প্যান্ট-শার্ট পরেছেন নিশো। অন্যদিকে মেহ'জাবীনের পরনেও প্যান্ট-শার্ট।
এক পর্যায়ে ‘বুক চিন চিন করছে হায়’ গানের সঙ্গে নাচতে শুরু করেন তারা। ২১ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে নিশো-মেহ'জাবীনের দারুণ পারফরম্যান্স নজর কেড়েছে নেটিজেনদের, যা এখন নেটদুনিয়ায় ভাই'রাল। প্রিয় জুটির এমন পারফরম্যান্স দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্তরা। আরশাদ নামে একজন লিখেছেন, ‘ওয়াও! অসাধারণ হয়েছে। এত ভালো লাগলো বলে বোঝাতে পারব না।’ জয় লিখেছেন, ‘সত্যি অসাধারণ।’ কেউ কেউ পুরো পারফরম্যান্সের ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
আফরান নিশো ও মেহ'জাবিন চৌধুরীকে নিয়ে পরিচালক মহিদুল মহিম নির্মাণ করেন একক নাট'ক ‘শিল্পী’। চলতি বছরের ১৮ জানুয়ারি মুক্তি পায় নাট'কটি। এ নাট'কের জন্য পরিচালক ‘বুক চিন চিন করছে হায়’ গানটি রিমেক করেন। আর এই গানের সঙ্গে পারফর্ম করেন এই জুটি। তারই কিছু ভিডিও ক্লিপ ভাই'রাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নতুন করে ভাই'রাল হওয়া ভিডিওটিতে এই গানে পারফর্ম করেছেন নিশো-মেহ'জাবীন।
২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাস্তব’ সিনেমায় ব্যবহার করা হয় ‘বুক চিন চিন করছে হায়’ গানটি। কবীর বকুলের লেখা এই গানে কণ্ঠ দেন এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী। আর ঠোঁট মিলিয়েছিলেন চিত্রনায়ক মান্না ও পূর্ণিমা। এই গান ব্যবহার করা হয় নাট'কটিতে। গানটি কাভা'র করেছেন জাহেদ পারভেজ পাভেল ও তাসনিম আনিকা।
Tags:
বিনোদন
