খালেদা জিয়া আমাকে দেশছাড়া করেছিলেনঃ তসলিমা নাসরিন

 


আ'লোচিত ও সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন। গতকাল বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে সাবেক এ প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেন তিনি।


এদিন ফেসবুক পোস্টে তসলিমা নাসরিন লিখেছেন, ‘খালেদা জিয়ার সরকার ১৯৯৪ সালে লোকের ধ'র্মীয় অনুভূতিতে আ'ঘাত দিয়েছি এ অ'ভিযোগ করে আমা'র বি'রুদ্ধে মা'মলা করেছিল। গ্রে'ফতারি পরোয়ানা জারি করেছিল।


আমা'র লেখা লজ্জা, উতল হাওয়া, ক, সেইসব অন্ধকার নিষিদ্ধ করেছিল। ছলে বলে কৌশলে আমাকে দেশ থেকে বের করেছিল। দেশে আর প্রবেশ করতে দেয়নি।


তারপরও আমি চাই, খালেদা জিয়াকে যদি বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে চায় শুভাকাঙ্ক্ষীরা, নিয়ে যাক। তারপরও আমি চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

Post a Comment

Previous Post Next Post