গরু জবাই ছুরি দিয়ে স্ত্রী কে জবাই করে পাঁচ টুকরো করে হত্যা

 


পরকীয়ার সন্দেহের জের ধরেই পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ফলিয়া গ্রামে স্ত্রী হামিদা খাতুনকে (৩২) গরু জবাই করা ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করেন স্বামী তেজেম মোল্লা (৪২)।


বুধবার (১৭ নভেম্বর) পুলিশের কাছে দেওয়া প্রাথমিক জবানবন্দিতে ঘাতক তেজেম মোল্লা এ স্বীকারোক্তি দেন।


হত্যাকাণ্ডের ১০ ঘণ্টা পর তেজেম মোল্লাকে নাটোর থেকে গ্রেফতার করে সিআইডি। তাকে বুধবার দুপুরে পাবনা থানায় হস্তান্তরের পর বিকালে আদালতে সোপর্দ করা হয়।


পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তেজেম মোল্লা মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে স্ত্রী হামিদা খাতুনকে গলা কেটে হত্যা করেন। পরে তার দেহ থেকে হাত-পা বিচ্ছিন্ন করে পালিয়ে যান।


ঘাতক তেজেম মোল্লা পাবনা সদর উপজেলার ফলিয়া গ্রামের মৃত বাজের উদ্দিন মোল্লার ছেলে এবং নিহত হামিদা একই গ্রামের মো. হানিফ মোল্লার মেয়ে।


এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পাবনা থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, ২০০০ সালে নিজের চাচাতো বোন হামিদাকে বিয়ে করেন তেজেম মোল্লা। তাদের ১৯ বছর বয়সী একটি ছেলে এবং ১৪ বছরের একটি মেয়ে রয়েছে। ছেলে তার নানার বাড়িতে থাকে এবং মেয়ে পাবনা শহরের মক্তবপাড়ায় একটি মাদ্রাসায় পড়াশুনা করে। বাড়িতে শুধু তেজেম এবং হামিদা থাকতেন।


তদন্তকারী কর্মকর্তা জানান, তেজেম তার স্ত্রী হামিদার পরকীয়া রয়েছে- এমন সন্দেহে প্রায়ই মারধর করতেন। এরই জের ধরে মঙ্গলবার ভোরে তাহাজ্জতের নামাজ পড়া শেষ করে সে স্ত্রী হামিদাকে বাড়িতে থাকা গরু জবাই করা ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন করে বাড়ি থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় সে নিজের শ্যালক হামিদুলকে মোবাইল ফোনে হত্যার কথা নিজেই জানায়।


পাবনা থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা আরও জানান, পালিয়ে যাওয়ার পরপরই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তেজেমকে গ্রেফতারের অভিযানে নামে সিআইডি ও পাবনা থানা পুলিশ। পরে পালিয়ে যাওয়ার ১০ ঘণ্টা পর নাটোর জেলার রাজাপুরে তাকে কৌশলে ডেকে আনেন ডেভিড হিমাদ্রী বর্মা। এ সময় সিআইডির একটি টিম তাকে গ্রেফতার করে।


বুধবার দুপুরে সিআইডি তেজেমকে পাবনা থানায় হস্তান্তর করে। এরপর বিকালে তাকে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক সুকান্ত সাহার আদালতে সোপর্দ করা হয়।


এর আগে পাবনা সিআইডির পুলিশ সুপার কার্যালয়ে সিআইডির পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিং করেন। এ সময় সিআইডির সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post