‘ওপর দিয়ে নৌকা, ভেতর দিয়ে জুয়েলের সঙ্গে কাজ করবা’ (ভিডিও)

 


লহ্মীপুর রামগঞ্জে নৌকার চেয়ারম্যান প্রার্থীকে ডোবাতে এক আওয়ামী লীগ নেতার চক্রান্তের কথোপকথনের ভিডিও ফাঁস হয়েছে। ওই নেতার নাম দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। 

বাচ্চু বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জাহিদ হোসেন জুয়েলকে কীভাবে বিজয়ী হতে হবে, তার কৌশলসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। 

বাচ্চু ও জুয়েলের কথোপকথনের ৩৪ মিনিটের একটি গোপন ভিডিও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি জুয়েল নিজেই করেছেন। জুয়েল ঘটনা স্বীকারও করেছেন।

প্রাইভেটকারের মধ্যে বাচ্চু ও জুয়েলের কথোপকথনের ভিডিওতে শোনা যায়, বাচ্চু মোবাইলফোনে মহসিন নামের এককর্মীকে কল দিয়ে বলেন, ওপর দিয়ে নৌকা চলবে, ভেতর দিয়ে জুয়েলের সঙ্গে কাজ করবা। রাতে বাড়িতে এসো, তোমার সঙ্গে এ ব্যাপারে বিস্তারিত কথা বলব।

ভিডিওর শেষের দিকে জুয়েলকে পরামর্শ দিয়ে বাচ্চু বলেন, এজেন্টদেরকে শপথ করাবে। এটি তোমাদের ও আমাদের চ্যালেঞ্জ। জীবন চলে যাইবো। ভোট শুরু থেকে গণনা পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে। প্রয়োজনের তাগিদে ভোট বন্ধ হয়ে যাবে। বাট আপোষ করা যাবে না। এবার ১০ ইউনিয়নে একযোগে নির্বাচন। বিগত দিনের মতো এবার বাচ্চু (নিজেই) পুলিশ ম্যাজিস্ট্রেট কিংবা লোকজন আনবে না।

বিদ্রোহী প্রার্থী জাহিদ হোসেন জুয়েল উপজেলা যুবলীগের সাবেক সদস্য। তিনি রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদের ভাতিজা। 

ভিডিও ও কথোপকথন ধারণকারী প্রার্থী জুয়েল বলেন, দেওয়ান বাচ্চু এখন আবার আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। তার আত্মীয় দেলোয়ারকে (চশমা) চেয়ারম্যান বানাতে কাজ করছেন। 

কথোপকথন সম্পর্কে দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু দাবি করেন, কথাগুলো মনোনয়ন দেওয়ার আগে হতে পারে। আমি কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত না। 

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু বলেন, নির্বাচনকে ঘিরে আমি এলাকায় রয়েছি। বাচ্চু নৌকার বিরুদ্ধে কাজ করছে তা আমি জানি না। কেউ জানায়নি। যদি এ রকম কিছু হয়, সেই বিষয়ে উপজেলা কমিটির সবার সঙ্গে কথা বলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আগামীকাল ২৮ নভেম্বর ভোলাকোটসহ উপজেলার ১টি ইউনিয়নে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। ভোলাকোট ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জামান পাটওয়ারী দুলাল।
 

Post a Comment

Previous Post Next Post