দীর্ঘ ১০ বছরের প্রে'ম, পরিণয় পাচ্ছে আজ

 


অবশেষে সাত পাকে বাঁ'ধা পড়ছেন বলিউড অ'ভিনেতা রাজকুমা'র রাও ও অ'ভিনেত্রী পত্রলেখা পাল


দীর্ঘ ১০ বছরের প্রে'ম। কবে তাদের চার হাত এক হবে তা নিয়ে তাদের ভক্তদের যেন আগ্রহের শেষ নেই।


অবশেষে সোমবার (১৫ নভেম্বর) সাত পাকে বাঁ'ধা পড়তে যাচ্ছেস বলিউড জুটি রাজকুমা'র রাও ও পত্রলেখা পাল।


ইতোমধ্যে বলিউডের এ “লাভ বার্ড” জুটির বাগদান সম্পন্ন হয়েছে। সেই অনুষ্ঠানেরই একটি ভিডিও এখন অনলাইনে ভাই'রাল।


ভিডিওতে দেখা গেছে, রাজকুমা'র আর পত্রলেখা দুইজনই সাদা রঙের পোশাকে সাজিয়েছে নিজেদের। রাজকুমা'র রাও বাগদানের সময় হাঁটু গেড়ে বসে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। পত্রলেখাও প্রায় সঙ্গে সঙ্গেই হাঁটু গেড়ে বসে রাজকুমা'র রাওয়ের প্রস্তাবে সায় দেন। এরপর তারা আংটি বদল করেন।


রাজকুমা'র রাওয়ের একটি ফ্যানপেজের টুইটারে তাদের বিয়ের নিমন্ত্রণপত্রের একটি ছবি শেয়ার করা হয়েছে। এরপর থেকে তাদের বিয়ের নিমন্ত্রণপত্র এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরে বেড়াচ্ছে। সেই নিমন্ত্রণপত্রের কল্যাণেই জানা যায় রাজকুমা'র রাও আর পত্রলেখা পালের বিয়ের স্থান ও তারিখ।


নীলরঙা এ নিমন্ত্রণপত্রে লেখা রয়েছে, “রাও এবং পাল পরিবার সোমবার (১৫ নভেম্বর) ২০২১-এ চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাসে পত্রলেখা আর রাজকুমা'রের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছে।”

Post a Comment

Previous Post Next Post