বিয়ে ও বিচ্ছেদের কারণে মিডিয়া জগত থেকে আড়ালে চলে যান মডেল-অ'ভিনেত্রী আনিকা কবির শখ। এরপর পুনরায় বিয়ে করেছেন, হয়েছেন সন্তানের মা। জীবনে অনেক কিছুই ঘটে গেছে। কিন্তু মিডিয়ার সামনে আর আসেননি।
অবশেষে দীর্ঘ ৬ বছর পর সম্প্রতি তিনি প্রকাশ্যে এসেছেন। একটি রেডিও স্টেশনের লাইভে অংশ নিয়েছেন অ'ভিনেত্রী। ঘণ্টাব্যাপী সেই লাইভে ব্যক্তিগত জীবনের অনেক কথাই বলেছেন তিনি।
শখের কাছে সুখের সংজ্ঞা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সুখের সংজ্ঞা খুবই সিম্পল। মানুষের চাহিদা যত কম, যত অল্পতে মানুষ সন্তুষ্ট হতে পারে, তত সুখ বেশি। সুখের সংজ্ঞা এটাই।’
জীবনে সঠিক মানুষ খুঁজে পাওয়া কিংবা মানুষকে চেনা প্রসঙ্গে এ অ'ভিনেত্রী বলেন, ‘মানুষকে আসলে কখনো পুরোপুরি চেনা যায় না। কারণ তারা বহুরূপি হয়। মানুষের কখনো একটা রূপ থাকে না। তারপরও যারা সঠিক মানুষটিকে খুঁজে পায়, তারা ভাগ্যবান। অনেক ভিড়ের মাঝে সেই একজনকে খুঁজে পাওয়া কঠিন বটে। তবে দিনশেষে সঠিক মানুষটা বের হয়ে আসে। খুঁজে নিতে হয় না, চলেই আসে।’
অ'তীতে যত ভুল করেছেন, সেগুলো নিয়ে শখের কোনো আক্ষেপ নেই। তার ভাষ্য, ‘আমি সবসময় বিশ্বা'স করি, প্রত্যেকটা মানুষ ভুল থেকে শেখে। আমিও আমা'র জীবনের প্রতিটা ভুল থেকে শিখেছি। এ কারণে ভুল নিয়ে আমা'র আক্ষেপ নেই। কারণ ভুল যদি না করতাম, তাহলে আমা'র মনে হয় না, ভালো সিদ্ধান্তটা নিতে পারতাম।’
স'ম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে শখ বলেন, ‘এখন স'ম্পর্ক ভাঙা-গড়াকে মানুষ অনেকটা খোলাখুলিভাবে নিচ্ছে। কারণ, জো'র করে তো আসলে স'ম্পর্ক হয় না। একটা মানুষের সঙ্গে বোঝাপড়া না থাকলে তো জো'র করে থাকা সম্ভব না। জো'র করে খা'রাপভাবে স'ম্পর্ক রাখার চেয়ে সুন্দরভাবে ভেঙে যাওয়াই ভালো।’
নিলয়ের সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে শখ জানান, তার পরিবার এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছে। কেননা বোঝাপড়া হয়নি বলেই তারা দাম্পত্যে ইতি টেনেছিলেন।