অতিরিক্ত ভাড়া আদায়: ঢাকা-চট্টগ্রামে ৭৩ বাসের জরিমানা

 


নতুন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় এবং সিএনজিচালিত বাসে নতুন ভাড়া আদায়ের অভিযোগে ৭৩টি বাসের জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত।


আজ মঙ্গলবার দিনব্যাপী বিআরটিএর ১০টি ভ্রাম্যমান আদালত মোট ২৫৭টি বাসে অভিযান চালিয়ে ২ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। এর মধ্যে ৭৩টি বাসের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।


মোট অভিযান পরিচালনা করা বাসের মধ্যে সিএনজি চালিত ৭২টি এবং ডিজেল চালিত ১৮৫টি বাস রয়েছে। এর মধ্যে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে ১২টি সিএনজি চালিত এবং ৬১টি ডিজেল চালিত বাসের বিরুদ্ধে।


বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়কারী গণপরিবহনের বিরুদ্ধে প্রধানত জরিমানা করা হয়েছে এবং অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে। আগামীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে বাস কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


ডিজেলের মূল্য বৃদ্ধির পর গণপরিবহন মালিকদের ধর্মঘটের প্রেক্ষিতে বাস ভাড়া পুনর্নির্ধারন করা হয়। বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে পরিবহন সমিতির বৈঠকে হওয়া সিদ্ধান্ত মোতাবেক এই বর্ধিত ভাড়া কার্যকর হবে কেবলমাত্র ডিজেল চালিত বাস-মিনিবাসে।


তবে, ভাড়া বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে সিএনজি চালিত বাস মালিক ও ড্রাইভাররা যাত্রীদের কাছ থেকে আদায় করছেন অতিরিক্ত ভাড়া।

Post a Comment

Previous Post Next Post