রাজধানী থেকে তিন বোন নি'খোঁজ, দুজন এসএসসি পরীক্ষার্থী

 


রাজধানী থেকে তিন সহোদরা নি'খোঁজ হয়েছে। পু'লিশ তাদের খুঁজছে। সংশ্লিষ্ট সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে। নি'খোঁজ তিন কি'শোরীর দুজন আবার এসএসসি পরীক্ষার্থী। তারা তিন বোন রাজধানীর আদাবরের খালার বাসা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে বের হয়। তারপর থেকে তারা নি'খোঁজ।


নি'খোঁজের ঘটনায় গতকালই আদাবর থা'নায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে কি'শোরীদের খালা সাজিয়া নওরীন। নওরীনের দাবি, তারা তিন জন বাসা থেকে বের হওয়ার সময় ব্যাগ নিয়ে বের হয়েছিল। ব্যাগের মধ্যে প্রয়োজনীয় বই-খাতা, পরীক্ষার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডও নিয়ে গেছে।


এ জিডির ত'দন্ত কর্মক'র্তা আদাবর থা'নার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন। তিনি বলেন, ‘আম'রা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি নি'খোঁজ তিন বোনকে খুঁজতে। বিষয়টি নিয়ে পু'লিশের কয়েকটি টিম কাজ করছে।’


আব্দুল মোমিন আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেছি আম'রা। তাদের বাসা থেকে ব্যাগসহ বের হওয়ার তথ্য পাওয়া গেছে। কিন্তু, তারা কোথায় গেছে, কেন গেছে—তা এখনও আম'রা নিশ্চিত হতে পারিনি।’


সাজিয়া নওরীন জিডিতে বলেছেন, নি'খোঁজ তিনজনই তাঁর বড় বোনের মে'য়ে। তাদের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। তাদের মধ্যে দুজন এসএসসি পরীক্ষার্থী। গতকাল বেলা ১১টার দিকে তারা বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তাদের আর কোথাও পাওয়া যাচ্ছে না।


পরে যোগাযোগ করা হলে সাজিয়া নওরীন বলেন, ‘ওরা তিন বোনই টিকট'ক করতো। আম'রা ধারণা, কারও পাল্লায় পড়ে এমনটি তারা করতে পারে। তবে, অন্যকিছুও হতে পারে।’


সাজিয়া নওরীন আরও জানান, তাঁর বড় বোন তিন বছর আগে মা'রা গেছেন।


‘বড় বোনের স্বামী পরে আবার বিয়ে করেন। ওই তিন বোন খিলগাঁওয়ে আমা'র আরেক বোনের বাড়িতে থাকে। তবে, দুজনের এসএসসির পরীক্ষাকেন্দ্র ধানমন্ডি গার্লস হাইস্কুল হওয়ায় তারা সবাই আমা'র বাড়িতে আছে। কিন্তু, তারা কোথায় গেল, কোনো ঝমেলা হলো কি-না, কিছুই জানতে পারছি না’, বলেন সাজিয়া নওরীন।

Post a Comment

Previous Post Next Post