MrJazsohanisharma

স্বামী রাত করে ফেরায় স্ত্রীর সন্দেহ, অতঃপর...

 


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় স্বামীর রাত করে ফেরা নিয়ে সন্দেহের জেরে নির্যাতনে রিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 


সোমবার রাতে রিমাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।



এর আগে রোববার রাতে উপজেলার ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে।


সরেজমিন জানা যায়, প্রায় ৫ বছর আগে ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. জুনাঈদ মিয়ার (৩০) সঙ্গে বিয়ে হয় একই গ্রামের আব্দুল বাছিরের মেয়ে রিমা আক্তারের। তাদের সংসারে এক বছর আগে রোহান মিয়া নামে একটি ছেলেসন্তানের জন্ম হয়। 


তাদের মধ্যে পারিবারিক বিষয় ও স্বামীর রাত করে ফেরা কেন্দ্র করে সন্দেহ ও কলহ লেগেই থাকত। রিমা আক্তারকে বিভিন্ন সময় তার স্বামী মারধর ও নির্যাতন করতেন।


প্রায় প্রতিদিন স্বামীর রাত করে ঘরে ফেরা কেন্দ্র করে ঝগড়ায় গত রোববার মো. জুনাঈদ মিয়া স্ত্রীকে বেধড়ক মারধর করেন। অবস্থা বেগতিক দেখে রিমাকে সোমবার রাতে স্বামীর বাড়ির লোকজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 


এ বিষয়ে বিজয়নগর থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান যুগান্তরকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্তসাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post