যে দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটার

 


দুর্নীতিবিরোধী আইন ভঙ্গের অভিযোগ ও ফৌজদারি অপরাধে পাকিস্তানের এক ক্রিকেটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।


ওই ক্রিকেটারের নাম জিশান মালিক। ২৪ বছর বয়সি এই ব্যাটার সর্বশেষ পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে নর্দানের হয়ে খেলেছেন। 



এক বিবৃতিতে বৃহস্পতিবার পিসিবি জানায়, ব্যাটার জিশান মালিকের বিরুদ্ধে দুর্নীতি, ফৌজদারি আইন লঙ্ঘনসহ বেশ কিছু অপরাধের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা। তদন্ত চলাকালে দেশটির ক্রিকেট সংক্রান্ত কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না জিশান। সুষ্ঠু তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে শাস্তি আরো বাড়বে।



পাকিস্তানের জাতীয় দলের হয়ে এখনো অভিষেক হয়নি ২৪ বছরের জিশান মালিকের। তবে দুর্দান্ত এক ব্যাটার তিনি। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি ছিলেন পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৫৬.২৫ গড়ে করেছিলেন ২২৫ রান।


বুধবার শেষ হওয়া পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে নর্দানের হয়ে পাঁচ ম্যাচ খেলেন জিশান। ২৪.৬০ গড়ে রান করেন ১২৩, দলটির হয়ে যা ষষ্ঠ সর্বোচ্চ। 


তথ্যসূত্র: ডব্লিউআইওএন।

Post a Comment

Previous Post Next Post