নাটকীয়ভাবে জিতল মেসি-নেইমারহীন পিএসজি

 

আন্তর্জাতিক বিরতির পর লিগ ওয়ানের ম্যাচে গতরাতে মাঠে নেমেছিল ফ্রান্সের জায়ান্ট দল পিএসজি। নিজেদের মাটিতে অ্যাঙ্গার্সের বিপক্ষে এই ম্যাচে পিএসজি জয় পেয়েছে ২-১ গোলে। তবে জয়টা মোটেও সহজ ছিল না তাদের।



 

আন্তর্জাতিক ম্যাচে ব্যস্ততার কারণে নেইমার, মার্কুইনহোস, মেসি, পারেদেস, ডি মারিয়াদের খেলা হয়নি এই ম্যাচে। ম্যাচের ৩৬তম মিনিটে ফুলগিনি গোল করে এগিয়ে দেন অ্যাঙ্গার্সকে। পিছিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।


বিরতির পর ২৩ মিনিটের মতো খেলা হয়ে গেলেও গোল পরিশোধ করতে পারেনি এমবাপ্পে-ইকার্দিরা। অবশেষে ম্যাচের ৬৯তম মিনিটে পিএসজিকে গোল এনে দেন পেরেইরা। এমবাপ্পে বাড়িয়ে দেওয়া বলে গোলটি করেন পেরেইরা।



 

১-১ সমতায় থাকা ম্যাচটি গড়াচ্ছিল ড্রয়ের দিকেই। কিন্তু ম্যাচে ৮৭তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় পিএসজি। সেখান থেকে গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন এমবাপ্পে। এ জয়ের ফলে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পিএসজি। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে অ্যাঙ্গার্স।

Post a Comment

Previous Post Next Post