৮ কেজি গাঁজাসহ ধরা পরল এক দম্পতি তাদের বিছানায়ৈ

 


স্বামী স্ত্রী দু’জন মিলে যৌথভাবে দ্বীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিলেন গাঁজার ব্যবসা। সেই মাদক কারবারি দম্পতিকে হাতেনাতে ধরলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মুনতাসির হাসান।


মঙ্গলবার উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামের ওই দম্পতির বাড়িতে ইউএনও) মো. মুনতাসির হাসানের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান চালানো হয়। 



এ সময় দম্পতির ঘরের খাটের নিচে থেকে ৮ কেজির গাঁজার চালান জব্দ করা হয়। মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলেন, উত্তর বীর গ্রামের নুর হোসেনের ছেলে আব্দুল আজিজ ও তার স্ত্রী মণি বেগম। 


মঙ্গলবার রাতে ধর্মপাশা থানার ওসি মো.খালেদ চৌধুরী যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিজ হেফাজতে গাঁজার চালান বিক্রয়ের উদ্দেশে রাখায় স্বামী স্ত্রী দু’জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post