টাঙ্গাইলে সন্তানের গলায় ছুরি ধরে গৃহবধূকে গণধর্ষণ

 


টাঙ্গাইলের ভূঞাপুরে গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে শিশুসন্তানের গলায় ছুরি ধরে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। 


গত মঙ্গলবার রাতে উপজেলার চরাঞ্চল রুলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 


এ ঘটনায় অভিযুক্ত কবির নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।


মামলা সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী ব্যবসায়িক কাজে ঠাকুরগাঁও চলে যান। গত মঙ্গলবার তার শিশুসন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ঘরের মধ্যে পুরুষ মানুষ দেখতে পেয়ে চিৎকার করেন তিনি। 


এ সময় ওই গৃহবধূর সন্তানের গলায় ছুরি ধরে রুলীপাড়া গ্রামের শহিদ জামানের ছেলে কবির সরকার (২৬) ও হাবেস ঘোষের ছেলে শাহাদত (৩০) তাকে ধর্ষণ করে।


এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ থানায় মামলা করেন। 


গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, আমি ঘটনা শুনেছি। অভিযুক্ত কবির একাধিক বিয়ে করেছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি।


মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান জানান, থানায় অভিযোগ দেওয়ার পর আসামি কবিরকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Post a Comment

Previous Post Next Post