পটুয়াখালীর বাউফলে খালের পানিতে ডুবে জুবায়ের (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে ওই খালে ভাসমান অবস্থায় উদ্ধার তার ছোট খালা ২ বছরের হুমাইরা বেঁচে গেছে।
শুক্রবার দুপুরে উপজেলার কালাইয়া ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটেছে।
জুবায়ের মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের আজিজ মিন্টুর (৩০) একমাত্র ছেলে।
জানা যায়, ১৭ সেপ্টেম্বর জুবায়ের দাদা বাড়ি থেকে মায়ের সঙ্গে নানা বাড়ি বেড়াতে যায়। শুক্রবার দুপুরে জুবায়ের তার ছোট খালা হুমাইরার (২) সঙ্গে বাসার সামনে খেলতে বের হয়। কিছুক্ষণ পর বাসার সামনে না দেখে জুবায়ের এর মা মদিনা বেগম ডাক-চিৎকার শুরু করেন। কোথাও খুঁজে না পেয়ে মদিনা বেগম বাসার পাশের খালের কাছে যান, সেখানে গিয়ে মদিনা বেগম তার বোন হুমাইরাকে খালের পানিতে ভাসতে দেখেন।
হুমাইরাকে উদ্ধার করার পর খোঁজা শুরু হয় জুবায়েরকে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর খালের পানিতে ডুবন্ত অবস্থায় জুবায়েরকে উদ্ধার করা হয়। তাদের দুজনকেই বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত্যু ঘোষণা করেন। আর হুমাইরাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুব্রত কুমার সাহা বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির (জুবায়ের) মৃত্যু হয়েছে। আর অন্য শিশুটি (হুমাইরা) আশংকামুক্ত।