জায়নামাজ ও টুপি হাতে নিয়ে নায়ক জায়েদ বললেন, ‘আল্লাহ আমাকে কবুল করেছে’

 

নতুন দায়িত্ব নিয়ে নায়ক জায়েদ বললেন, ‘আল্লাহ আমাকে কবুল করেছে’ ঢালিউডের নায়ক জায়েদ








খান নিজেকে ধ’র্মভীরু পরিচয় দেন। নে’শা কিংবা বাজে কোনো নে’শা নেই বলে দাবি তার। সম্প্রতি








তিনি ম’সজিদ কমিটির সভাপতির দায়িত্ব নিয়েছেন। তাকে জন্মভূমি পিরোজপুরের মাছিমপুরের আল








হেরা জামে ম’সজিদের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার গণমাধ্যমে জায়েদ নিজেই বিষয়টি জানিয়েছেন।








জায়েদ খান নতুন দায়িত্ব পেয়ে বললেন, আল্লাহ আমাকে কবুল করেছে। সিনেমা’র মানুষ হয়েও ম’সজিদ কমিটির এ দায়িত্ব পাওয়াকে গর্বের বলে মনে করছেন ঢালিউডের এ নায়ক। তার উচ্ছ্বসিত হওয়াও স্বাভাবিক। কারণ, এই ম’সজিদের সঙ্গে জড়িয়ে আছে তার বাবার স্মৃ’তি। জায়েদ বলেন, ‘বাড়ি গিয়ে আমি সারপ্রাইজড। কারণ আল হেরা জামে ম’সজিদ থেকে আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়। আমাকে ম’সজিদ কমিটির সভাপতি করা হয়েছে জানিয়ে আমা’র হাতে উপহারস্বরূপ জায়নামাজ ও টুপি তুলে দেওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post