অশ্লীল ভিডিও দেওয়া টিকটকারদের ধরতে অভিযান পুলিশের

 

যে সব ছেলেমেয়েরা টিকটকে অশ্লীল ভিডিও বানাচ্ছে, তাদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন তেঁজগাও ডিভিশনের ডিসি মো. শহীদুল্লাহ।








সেলিব্রিটি হওয়ার সাথে অর্থের লোভ এই দুটি কারণেই টিকটকের অপরাধী চক্রে জড়িয়ে পড়তো কিশোরীরা। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওর নির্যাতিত মেয়েটিই একমাত্র ভুক্তভোগী নয় উল্লেখ করে তিনি বলেন, আরও বেশ কয়েকজন ভুক্তভোগীর খোঁজ পাওয়া গেছে।








দুপুরে এই পুলিশ কর্মকর্তা তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। রিমান্ডে থাকা হৃদয় বাবুসহ গ্রেফতার আসামিরা তাদের সিন্ডিকেটে থাকা আরও অনেকের নাম বলেছেন। সেইসাথে তারা মেয়েদের ভারতে ‘পিস’ হিসেবে চালান করতো বলেও স্বীকার করেছে।








তবে তাদের দেওয়া কিছু তথ্যের সত্যতা নিয়ে সন্দিহান এই পুলিশ কর্মকর্তা। তথ্য যাচাই বাছাই করে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।



Post a Comment

Previous Post Next Post