এবার প্রকাশ্যে নুসরাতের বেবি বাম্প

 

মা হওয়ার খবর প্রকাশ পেতেই নতুন করে খবরের শিরোনামে এসেছেন নুসরাত জাহান। এবার নিজের বেবি বাম্প প্রকাশ করলেন প্রকাশ্যে অভিনেত্রী।



এদিকে তার অনাগত সন্তানের পিতৃপরিচয় কী? সেই প্রশ্ন আজও ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। অন্যদিকে নুসরাত কি আদৌ সন্তানসম্ভবা? ইন্ডস্ট্রিতে ভুয়া খবর ছড়িয়েছিল, কোনও ছবির কারণেই নুসরাত এই বেবি বাম্প তৈরি করেছেন- এমন প্রশ্নও করছেন অনেক।


তবে এবার ছবি প্রকাশ্যে আসতেই কেটে গেল সেসব সংশয়। পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা একটি ছবি প্রকাশ করেছে। ছবিটিতে দেখা যাচ্ছে, সাদা হাতাকাটা লম্বা ঝুলের জামা, কানে মাকড়ি ধাঁচের দুল, ঠোঁটে হালকা লিপস্টিকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন নুসরাত। তার চোখমুখ জুড়ে মাতৃত্বের আভা। সঙ্গে বন্ধু শ্রাবন্তী এবং তনুশ্রী।

Post a Comment

Previous Post Next Post