বাংলাদেশ থেকে কখন দেখা যাবে ইউরো, দেখে নিন পূর্ণাঙ্গ ফিক্সচার

 

করোনাভাইরাসের ধাক্কায় এক বছর পিছিয়ে গেল ইউরোপসেরার ফুটবল টুর্নামেন্ট। 

ইউরো-২০২০ পিছিয়ে হচ্ছে ২০২১ সালে।  লড়াই যে মাঠে গড়াচ্ছে, তাতেই খুশি আয়োজক, ফুটবলার ও ফুটবলবিশ্ব। এই প্রথম মহাদেশীয় আসর বসছে ইউরোপের ১১ শহরে। 

শুক্রবার রোমের অলিম্পিক স্টেডিয়ামে ১৬ হাজার দর্শকের সামনে ইতালি ও তুরস্ক ম্যাচ দিয়ে পর্দা উঠবে ইউরো ২০২০-এর।  বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ। 
লন্ডনের ওয়েম্বলিতে আগামী ১১ জুলাই হবে ফাইনাল ম্যাচ।  খেলার ফিকশ্চার ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

ইউরোপসেরা হওয়ার লড়াইয়ে শেষ হাসি কার মুখে ফুটবে তা নিয়ে ইতোমধ্যে বাকযুদ্ধে মেতেছেন ফুটবলপ্রেমীরা।

একেকটি দলের সেরা পারফরমারদের প্রসঙ্গ টেনে যে যার দল বাছাই করে নিচ্ছে।

ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। তাই ৩৬ বছর বয়সি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরেই সব আশা আবর্তিত।

৩৩ বছর বয়সি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমাকে ঘিরে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সের কথাও বলছেন অনেকে। কয়েক বছর পর জাতীয় দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের গোল মেশিন।
ফিফা বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষ দল বেলজিয়ামেও আশা দেখছেন কেউ কেউ।

এই টুর্নামেন্টের সূচি বাংলাদেশের সময় অনুযায়ী-

গ্রুপ এ: ইতালি, সুইজারল্যান্ড, তুরস্ক, ওয়েলস

গ্রুপ বি: বেলজিয়াম, রাশিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড

গ্রুপ সি: ইউক্রেন, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, নর্থ মেসিডোনিয়া

গ্রুপ ডি: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, স্কটল্যান্ড

গ্রুপ ই: স্পেন, পোল্যান্ড, সুইডেন, স্লোভাকিয়া

গ্রুপ এফ: জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, হাঙ্গেরি

Post a Comment

Previous Post Next Post