সকালে বাবার সাথে কথা বলে কাজে গিয়েছিলেন কাতার প্রবাসী আফসার; তারপর যা ঘটলো


মধ্যপ্রাচ্যের দেশ কাতারে কাজ করার সময় একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে লোহার র’ড মা'থায় পড়ে নুরুল আফসার (২৮) নামের এক বাংলাদেশি যুবকের মৃ’ত্যু হয়েছে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।


বুধবার দুপুরে কাতারের রাজধানী দোহায় এ ঘটনা ঘটে। নি’হত যুবক নুরুল আফসার ফেনীর সোনাগাজী উপজে'লার চর চান্দিয়া ইউনিয়নের ওলামাবাজার এলাকার নুরুল আলমের ছে'লে। দুই ভাই ও এক বোনের মধ্যে আফসার সবার বড়।আফসারের বাবা নুরুল আলম বলেন, তিন বছর ধরে তার ছে'লে কাতারের দোহায় কাজ করেন। বুধবার সকালেও ছে'লের সঙ্গে তার কথা হয়েছে। কথা শেষ করে আফসার কাজে চলে যান।


কাতারে অবস্থানরত আত্মীয়-স্বজন ও বন্ধুদের বরাত দিয়ে নুরুল আলম বলেন, আফসার দোহা শহরের একটি ভবনে কাজ করছিলেন। কাজের বিরতিতে নাশতা করতে যাওয়ার পথে পাশের একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে লোহার বড় র’ড তার মা’থায় প’ড়ে।


গু’রুত’র আহ’ত অবস্থায় তাকে উ’দ্ধার করে স্থানীয় হাসপাতা'লে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন। বিকেলে আত্মীয়ের মাধ্যমে ছে'লের মৃ’ত্যুর খবর জানতে পারেন তিনি। চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বলেন, কাতারে নি’হত নুরুল আফসার তার এলাকার বাসি’ন্দা। তার লা’শ দেশে আনার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের কোনো সহায়তা লাগলে তা করার আশ্বা'স দেন।

Post a Comment

Previous Post Next Post