নাচানাচি করার সময় গাড়ি থেকে পড়ে যুবকের মৃত্যু



চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গান বাজিয়ে নাচানাচি করার সময় চলন্ত আলমসাধু থেকে পড়ে মাসুদ রানা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি।

নিহত মাসুদ উপজেলার পাইকপাড়া গ্রামের আইয়ুব মালিতার ছেলে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ঈদের দিন সকালে আলমসাধুতে করে মেহেরপুরের মুজিবনগরে বেড়াতে যান মাসুদসহ গ্রামের বেশ কয়েকজন যুবক। বিকেলে ফেরার পথে আলমডাঙ্গার আবুল পার্ক এলাকায় গানের তালে নাচানাচি শুরু করেন তারা। এ সময় অসাবধানতাবসত চলন্ত গাড়ি থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন মাসুদ।

পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের বাবা আইয়ুব মালিতা জানান, মাসুদ কৃষিকাজ করত। তার তিন বছরের একটি মেয়েও আছে। শুক্রবার রাত ১১ টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক কুদরত ই খোদা বলেন, মাসুদের মাথায় প্রচণ্ড আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এতে মৃত্যু হয় তার।

Post a Comment

Previous Post Next Post