পেরেরার ফিফটি, শ্রীলঙ্কার এক শ পার
কুশল পেরেরা দ্রুত রান তুলতে পছন্দ করেন। পুল ও হুকে ভালো। ডিপ স্কয়ার লেগে ফিল্ডার রেখে তাসকিন তাঁকে বাউন্সার দিয়ে লোভ দেখানোর চেস্টা করেও আউট করতে পারেননি। বাজে বল ঠিকই সীমানাছাড়া করে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নিয়েছেন লঙ্কান অধিনায়ক। পেরেরার ১৫তম ওয়ানডে ফিফটি। ৮ চারে ৪৪ বলে ফিফটি তুলে নেওয়ার পর নিশ্চয়ই ইনিংস বড় করতে চাইবেন তিনি।
১৬ ওভার শেষে ২ উইকেটে ১০১ রান তুলেছে শ্রীলঙ্কা। ৪৬ বলে ৫৫ রানে অপরাজিত পেরেরা।
লঙ্কানদের পরীক্ষা নিচ্ছেন মোস্তাফিজ–তাসকিন
পাওয়ার–প্লের পর পেসার ভালো করায় স্পিনারদের আর আক্রমণে নিয়ে আসেননি তামিম। গতি, বাউন্স ও ভালো লাইন–লেংথের মিশেলে এই স্পেলে নজর কাড়ছেন তাসকিন। মোস্তাফিজ কাটারের সঙ্গে লাইন–লেংথ ধরে বল করছেন। পাওয়ার প্লের পর ৪ ওভারে মাত্র ১১ রান তুলতে পেরেছ শ্রীলঙ্কা।
১৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৮৮।
তাসকিনের জোড়া আঘাত, ওয়ানডেতে তাঁর ৫০তম উইকেট
শুরুটা বাজে করলেও ধীরে ধীরে ছন্দে ফিরছেন তাসকিন। ১২তম ওভারের দ্বিতীয় ও শেষ বলে দুটি উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে পাল্টা চাপে ফেলেছেন এ পেসার। উইকেটে আসা পাথুম নিশাঙ্কাকে দারুণ এক ডেলিভারিতে মুশফিকের ক্যাচে পরিণত করেন তিনি। লেংথ থেকে বল ওঠায় ব্যাটে ঠিকমতো খেলতে পারেননি নিশাঙ্কা (০)। এই ওভারে ৩ রানে ২ উইকেট নিলেন তিনি। এর মধ্য দিয়ে ওয়ানডেতে ৫০তম উইকেটের দেখা পেলেন তাসকিন।
১২ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৮২। উইকেটে পেরেরার সঙ্গে রয়েছেন কুশল মেন্ডিস।
আউট !!!!
অবশেষে ব্রেক থ্রু পেল বাংলাদেশ। তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরেছেন দানুষ্কা গুনাতিলকা। অফ স্টাম্পের ওপর ফুলিশ লেংথের বলটি মিড উইকেটে খেলতে চেয়েছিলেন গুনাতিলকা। কিন্তু পারেননি। বল ব্যাটে লেগে আঘাত করে তাঁর স্টাম্পে। ৩৩ বলে ৩৯ করে ফিরেছেন তিনি। শ্রীলঙ্কার সংগ্রহ ১১. ৩ ওভারে ১ উইকেটে ৮২
পাওয়ার–প্লে শেষে আক্রমণে মোস্তাফিজ
১১তম ওভারে পেসার মোস্তাফিজুর রহমানকে আক্রমণে আনেন তামিম। নিজের প্রথম ওভারেই কাটার ও লাইন–লেংথ বজায় রেখে মাত্র ২ রান দেন তিনি। ১১ ওভার শেষে বিনা উইকেটে ৭৯ রান তুলেছে শ্রীলঙ্কা।
জোড়ায় জোড়ায় চার হজম পেসারদের
শ্রীলঙ্কার ইনিংসে প্রথম ওভারে দুটি চার হজম করেন শরীফুল ইসলাম। নিজের পরের ওভারেও আরও দুটি চার হজম করেন বাঁহাতি এ পেসার। নবম ওভারে তাসকিন এসেও দুটি চার হজম করেন। প্রথম ১০ ওভারে দুই পেসার মিলে তিন ওভারে বল করে প্রতি ওভারেই দুটি করে চার হজম করেন। বেশির ভাগই বাজে ডেলিভারির খেসারত।
পাওয়ার–প্লের ১০ ওভার শেষে বিনা উইকেটে ৭৭ রান তুলেছে শ্রীলঙ্কা।
বোলিংয়ে তাসকিন
নবম ওভারে পেসার তাসকিন আহমেদকে বোলিংয়ে আনেন তামিম। আরেক পেসার শরীফুলের মতো তিনিও নিজের প্রথম বলে চার হজম করেন। খাটো লেংথের বল কোমর উচ্চতায় ওঠায় আরামে পুল করেন গুনাতিলকা। নিজের প্রথম ওভারে শুরুটা ভালো হয়নি তাসকিনের। দুটো চার হজম করে ১২ রান দেন তিনি। নবম ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৬৬।
সহজ পঞ্চাশ শ্রীলঙ্কার
৭ ওভার শেষে বিনা উইকেটে ৫০ রান তুলেছেন দুই লঙ্কান ওপেনার পেরেরা ও গুনাতিলকা। এরই মধ্যে তিন বোলার ব্যবহার করেছেন তামিম। স্পিনাররা একটু বেশি শর্ট বল করায় হাত খুলে খেলতে পারছেন দুই লঙ্কান ব্যাটসম্যান। সপ্তম ওভারে দুটি চার হজম করে মোট ৯ রান দেন মোসাদ্দেক। ২৫ বলে ৩১ রানে ব্যাট করছেন শ্রীলঙ্কা অধিনায়ক পেরেরা। অন্য প্রান্তে ১৭ বলে ১৯ রানে অপরাজিত গুনাতিলকা।