টিকা নিলে উপহার হিসেবে মিলবে গরু; বিস্তারিত

শুনতে কিছুটা অ'বাক মনে হলেও আসলে সত্যি। থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি জে'লায় কোভিড টিকা নিতে মানুষকে উৎসাহিত করার অ'ভিনব এক উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বেশ সারাও পেয়েছেন বলে জানা গিয়েছে। 

গত শুক্রবার মা'র্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, করো'নার টিকা নিতে মানুষকে উৎসাহী করে তুলতে গরু পুরস্কার দেবে উত্তর থাইল্যান্ডের মায়ে শায়েম জে'লার কর্তৃপক্ষ। আগামী মাস থেকে প্রতি সপ্তাহে ১০ হাজার বাথ (বাংলাদেশি মুদ্রায় ২৭ হাজার টাকা) মূল্যের একটি গরু পুরস্কার দেওয়া হবে একজন গ্রামবাসীকে। টিকা গ্রহণকারীদের মধ্য থেকে র‌্যাফল ড্রয়ের মাধ্যমে ওই ব্যক্তিকে নির্বাচিত করা হবে।

প্রসঙ্গত, পুরস্কারের ঘোষণা আসার পর টিকা নেওয়ার প্রতি বিপুল সাড়া পাওয়া গেছে। এ সপ্তাহের শুরুতে এ ঘোষণা দেওয়া হয়। টানা ২৪ সপ্তাহ ধরে এ প্রচারণা চলবে শিয়াং মাই প্রদেশের ৪৩ হাজার বাসিন্দার জে'লা শহরটিতে। আগামী মাস থেকে শুরু হচ্ছে এই উদ্যোগ।

এ বিষয়ে জে'লা প্রধান বুনলু থামথারানুরাক রয়টার্স বার্তা সংস্থাকে বলেন, “কয়েক দিনের মধ্যেই টিকা নিবন্ধনকারীদের সংখ্যা শত শত থেকে হাজার হাজারে পৌঁছেছে। গ্রামবাসীরা গরু পছন্দ করে। গরু বিক্রি করে অর্থ পাওয়া যায়।”

উল্লেখ্য, ৬ কোটি ৬০ লাখ জনসংখ্যার দেশ থাইল্যান্ডে এখন পর্যন্ত ১০ লাখ ৬৪ হাজার মানুষ করো'নার টিকা নিয়েছেন। এ ছাড়া নিবন্ধন করেছেন আরও ৭০ লাখের বেশি মানুষ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি শুরুতে করো'না সংক্রমণ রোধে সাফল্য দেখিয়েছিল। তবে সম্প্রতি নতুন করে করো'নার হানায় বিপর্যস্ত থাইল্যান্ড। গত দুই মাসে ১ লাখ ২০ হাজারের কাছাকাছি মানুষের করো'না শনাক্ত হয়েছে, এর মধ্যে মা'রা গেছেন ৭০৩ জন।

Post a Comment

Previous Post Next Post