কঠোর অবস্থানে পু'লিশ, মুভমেন্ট পাস ছাড়া যেতে দিচ্ছে না কাউকে

 

করো'নাভাই'রাসের সংক্রমণ রোধে সারাদেশে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে আজ থেকে। লকডাউন কার্যকরে রাজধানীজুড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাস্তায় রাস্তায় পু'লিশের চেকপোস্ট লক্ষ্য করা যায়। তারা রিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেট'কারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে থামিয়ে যাত্রীদের গন্তব্যস্থল জিজ্ঞেস করছে। যথাযথ কারণ বলতে না পারলে তাদের যেতে দেওয়া হচ্ছে না।

চেকপোস্টগুলো যে কেউ অ'তিক্রম করে যেতে পারছেন না। মুভমেন্ট পাস ছাড়া কাউকে চেকপোস্ট অ'তিক্রম করতে দেয়া হচ্ছে না।

রাজধানীতে আজ সড়কে খুব কম মানুষের চলাচল লক্ষ্য করা গেছে। এছাড়াও গণপরিবহন দেখা যায়নি। তবে কিছু ব্যক্তিগত যানবাহন চোখে পড়েছে। তবে তাদেরকেও মুভমেন্ট পাস ছাড়া যেতে দেওয়া হচ্ছে না।

লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে পু'লিশ। বের হওয়ার যথাযথ কারণ না দেখাতে পারলে তাদের ফেরত পাঠাচ্ছে পু'লিশ। কোথাও কোথাও মা'মলা ও জ'রিমানাও করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post