আজ থেকে মসজিদে যেসব বিধিনিষেধ মেনে চলতে হবে

 

করোনা সংক্রমণ রোধ করতে দেশে আজ থেকে সাত দিনব্যাপী কঠোর লকডাউন শুরু হয়েছে। এরইমধ্যে লকডাউন চলাকালীন সরকার ঘোষিত বিভিন্ন বিধিনিষেধ এর কথা জানানো হয়েছে। সেই সাথে মসজিদে জামায়াত আদায় নিয়েও দেয়া হয়েছে বিধিনিষেধ। আজ থেকে মসজিদে ২০ জনের বেশি মুসল্লি নামাজে অংশ নিতে পারবেন না। পাঁচ ওয়াক্ত নামাজ এবং তারাবির নামাজের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানান হয়েছে। 



 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ নির্দেশনা জারি করে বলেছে, আগামী বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদে এ নিয়ম মেনে চলতে হবে।


মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নেবেন। তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন। জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের অংশ নিতে বলা হয়েছে।


এছাড়া করোনা সংক্রমণ রোধ করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে উল্লেখিত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

Post a Comment

Previous Post Next Post