সারাদিন ঘুমিয়ে কাটালে রোজা হবে?

 

মহামান্বিত পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এই মাসে কোরআন শরিফ নাজিল শুরু হয়েছিল হযরত মুহাম্মদ সা. এর ওপর। ইসলামে এই মাসের যে ফজিলত, তা প্রত্যেক মুসলমানকেই মহান আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। আর এই রমজানকে ঘিরে আমাদের মধ্যে আছে অনেক প্রশ্ন।


প্রশ্ন: কোনও ব্যক্তি সেহরি খেয়েই ঘুমিয়ে পড়লো। সারাদিন ঘুমিয়েই কাটালো। কোনও ওয়াক্তের নামাজও পড়েনি। তার রোজা কি হবে?


উত্তর: ইসলামের দৃষ্টিতে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সহবাস থেকে বিরত থাকার নাম রোজা। সেহরি খেয়ে রোজার নিয়ত করে সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিলে রোজা হয়ে যাবে। তবে নামাজ একটি স্বতন্ত্র ইবাদত, ওটা ছেড়ে দেওয়ার কারণে গুনাহগার হবে।


তথ্যসূত্র: সুরা বাকারা, আয়াত-১৮৭, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৩, পৃষ্ঠা-৪২৫


সংকলন: মাওলানা ইমরানুল বারী সিরাজী, দাওরায়ে হাদিস, দারুল উলুম দেওবন্দ, উত্তরপ্রদেশ, ভারত।

খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা।


মুফতি ও মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা, রামপুরা, ঢাকা।

Post a Comment

Previous Post Next Post