চলতি লকডাউন পরিস্থিতির মধ্যেই দোকানপাট ও শপিংমল খোলার কথা জানিয়েছে সরকার। আগামী রবিবার থেকে দোকানপাট খোলা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এরপর চলমান লকডাউনের মেয়াদ শেষ হওয়ার পর অর্থাৎ ২৮ এপ্রিলের পর লকডাউন আরো শিথিলের ইঙ্গিত দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে ফরহাদ হোসেন বলেন, কোভিড-১৯ বিস্তার রোধে সার্বিক কার্যাবলী ও চলাচলে চলমান বিধি-নিষেধ কিছুটা শিথিল হতে পারে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নো মাস্ক নো সার্ভিস নিশ্চিত করা হবে। ২৮ এপ্রিলের মধ্যে আরো নতুন সিদ্ধান্ত আসবে বলেও জানা জনপ্রশাসন প্রতিমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দোকানপাট খোলার সিদ্ধান্ত কয়েক ঘণ্টার মধ্যেই জনপ্রশাসন প্রতিমন্ত্রী তরফ থেকে লকডাউন শিথিলের ইঙ্গিত আসলো।