গতকাল ৯ টা ৩৫ মিনিটে রাজধানীর কাঁঠালবাগান এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাইস ৬ ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের এক অফিসার মাহ্ফুজ রিপন সাংবাদিকদের বলেন কাঁঠালবাগানের বস্তির পাশে গরুর খামারে আগুন লেগেছিল। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের অফিসার বজলুর রশীদ সাংবাদিকদের বলেন, তার ধারণা মতে ৩০ থেকে ৩৫ টি বস্তির ঘর পুড়েছে। সেখান থেকে বেশ কয়েকটি সিলিন্ডার গ্যাস উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের একটি গরুর খামার থেকে সিলিন্ডার গ্যাস লিকেজ এর মাধ্যমে এই অগ্নিকাণ্ড ঘটে বলে ধারণা করা হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।