ঢাকা’র দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়া’র ইশরাক হোসেন অ'সুস্থ। তিনিসহ দলের অন্যান্য অ'সুস্থ নেতাদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসী’র কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইস'লাম আলমগী’র।
সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, আমাদের তরুণ নেতা গেলো নির্বাচনে যিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ধানের শীষের প্রার্থী ছিলেন তিনি হঠাৎ ভীষণ অ'সুস্থ হয়ে পড়েছেন। আম'রা দোয়া চাই তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহম'দ অ'ত্যান্ত সংকটাপন্ন অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতা'লে চিকিৎসাধীন, স্থায়ী কমিটির অ'পর সদস্য সেলিমা রহমান ইউনাইটেড হাসপাতা'লে ভর্তি, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী করো'না আ'ক্রান্ত হয়ে সিএমএইচ-এ ভর্তি এবং চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার অ'সুস্থ হয়ে হাসপাতা'লে ভর্তি আছেন। আম'রা সবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
এছাড়া ইশরাকের অ'সুস্থতার কথা নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, রোববার থেকে জ্বরে ভোগছেন ইশরাক। তিনি ঢাকায় বিভাগীয় সমাবেশের মূল দায়িত্বে ছিলেন। তার অ'সুস্থতাসহ সার্বিক বিবেচনায় মঙ্গলবারের সমাবেশ স্থগিত করা হয়েছে।
এদিকে ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ গণমাধ্যমকে জানান, ইশরাক হোসেন রোববার (১৪ মা'র্চ) রাত থেকে জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন। আপাতত বাসায় থেকেই চিকিৎসকের পরাম'র্শে চিকিৎসা নিচ্ছেন। রোববার রাতে যুবদলের মহানগর দক্ষিণের সভাপতি কারাব'ন্দি রফিকুল আলম মজনুর বাসায় তার পরিবারের খোঁজ খবর নিতে গিয়েছিলেন ইশরাক হোসেন। বাসায় ফেরার পর থেকেই জ্বরে আ'ক্রান্ত হয়েছেন সঙ্গে কাশিও রয়েছে তার।