আল-জাজিরার সেই প্রতিবেদন সরানোর কোন নির্দেশনা নাকি পায়নি ফেসবুক

 


আল-জাজিরার করা সাম্প্রতিক প্রতিবেদন টি সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিন্তু এমন কোনো নির্দেশ পায়নি বলে জানান ফেসবুক। ফেসবুক তাদের একটি বিবৃতিতে জানিয়েছেন এ কথা। 


অথচ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার করা প্রতিবেদনটি সরাতে সম্মত হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ এমন একটি তথ্য প্রচার করেন শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। 


মোস্তফা জব্বার জানান, দ্রুতই এই প্রতিবেদনটি সরে যাবে। ইউটিউব থেকে সরানোর ব্যাপারেও প্রক্রিয়া চলছে। শনিবার বিকেলে বিটিআরসি কার্যালয়ে অর্ধেক খরচে বাংলা ভাষায় এসএমএস সেবা চালু করার অনুষ্ঠানে তিনি একথা বলেন।


ফেসবুকের কমিউনিকেশন অফিসার সারা শারমিন জানান আমরা বিটিআরসির কাছে থেকে আলজাজিরা ডকুমেন্টরি সরিয়ে নেয়ার জন্য হাইকোর্টের লিখিত কোনো নির্দেশনা পাইনি ‌ এবং আমরা এ বিষয়ে কিছু জানিও না।

Post a Comment

Previous Post Next Post