আট বছর ধরে ওমান, গাড়িচাপায় প্রা'ণ গেল বাংলাদেশি প্রবাসীর

 



ওমানে প্রাইভেট'কারের চাপায় এক প্রবাসী বাংলাদেশির ম'র্মা'ন্তিক মৃ'ত্যু হয়েছে। শুক্রবার (১২ মা'র্চ) স্থানীয় সময় সাড়ে সাতটায় দেশটির সালালাহ সাদবীন নামক স্থানে এই দুর্ঘ'টনা ঘটে। নি'হত যুবকের নাম আবদুল্লাহ আল নোমান (৩২)। তিনি নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরহাজারী ইউনিয়নের ওহিদুর রহমানের দ্বিতীয় ছে'লে বলে জানা গেছে।

ওমানে তার সঙ্গে বসবাসকারী এক বড় ভাই আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, সেদিন কাজ থেকে বাসায় ফিরে গোসল সেরে সড়কের পাশে ঘেঁষে হেঁটে দোকানে কেনাকা'টার জন্য যাচ্ছিল নোমান। পথিমধ্যে পেছন থেকে এক ওমানি নাগরিকের বেপরোয়া প্রাইভেট'কার তাকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় সেদা হসপিটালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন। বর্তমানে লা'শ সালালাহ কাবুজ হসপিটালের ম'র্গে রয়েছে।

নি'হত নোমান বিগত আট বছর ধরে ওমানের সালালাহতে বসবাস করে আসছিলেন। সেখানে তিনি একটি মাছের আড়তে চাকরি করতেন। সর্বশেষ দুই বছর পূর্বে দেশ থেকে এসেছিলেন। আগামী রমজান মাসে দেশে গিয়ে বিয়ে করার পরিকল্পনা ছিল তার।

ওমানস্থ বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, দূতাবাস থেকে লা'শ দেশে পাঠানোর জন্য সকল প্রকার কাগজপত্র তৈরিতে সহায়তা করা হয়েছে। একই সাথে নি'হতের পরিবারকে ক্ষতিপূরণ আদায়েও সহায়তা করবে বলে দূতাবাস জানিয়েছে।

Post a Comment

Previous Post Next Post