আমার চার'পাশে সব'সময় পুরুষ দর'কার

এই ফ্ল্যা'টে একা'ই থাকেন? এ'কা কেন? মেয়ে আছে। আর মে'য়ে যখন বা'বার কাছে যায় তখন?তখন আ'মার সঙ্গে আ'রও ক'য়েক জন থাকে। কয়েক জন মানে? কী ভাবে বলি বলুন তো? এই বাড়িতে দু’তিন জন অশরীরী থাকেন আমার সঙ্গে। অশ'
রীরী? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আমি তো অনুভব করি। আমার বাড়িতে ভূত বা স্পিরিট আছে। আর শরীরী? হ্যাঁ, বন্ধুবান্ধবেরা আসে। আড্ডা মারি। কোনও মহিলা একা ফ্ল্যাটে থাকলে ধরেই নেওয়া হয় বিশেষ পুরুষবন্ধুর সঙ্গে তিনি থাকেন। প্লিজ... আজকের দিনে ভাবনাটা বড্ড ক্লিশে হয়ে যাচ্ছে না? বেশ। সকলে বলছে ‘চৌকাঠ’-এ শ্রীলেখা অসাধারণ। ‘চৌকাঠ’-এই শ্রীলেখার কামব্যাক? কামব্যাকের কী আছে? আমি তো বহু দিন ইন্ডাস্ট্রিতে আছি। কোথায়? যে শ্রীলেখা আমির খানের সঙ্গে কোকা কোলা-র বিজ্ঞাপন করেছিল, প্রদীপ সরকার যাঁকে মুম্বইতে বিজ্ঞাপনের কাজ দেবেন বলে থেকে যেতে বলেছিলেন, সেই শ্রীলেখা টিভি শো-এর বিচারক হয়ে থেকে যাবেন, এটা ভাবতে অসুবিধে হয়... আমার পিআর খুব খারাপ। মাঝে বিয়ে, ডিভোর্স, বাচ্চা...

Post a Comment

Previous Post Next Post