
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুই দলে বিভক্ত হয়েছেন টলিউড তারকারা। অনেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আবার কেউ কেউ নতুন করে বিজেপিতে নাম লিখিয়েছেন।
এবার বিজেপিতে যোগ দেওয়া তারকাদের নিয়ে বি'স্ফো'রক মন্তব্য করেছেন টলিউড অ'ভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিজেপিতে যোগ দেওয়ার জন্য এক তারকাকে কত টাকা দিয়েছে বিজেপি সেটাও ফাঁ'স করেছেন বামমনস্ক এ অ'ভিনেত্রী।
নিজের ফেসবুকে শ্রীলেখা লিখেছেন, ‘জানতে পারলাম বিজেপিতে যোগ দেওয়ার জন্য এক তারকাকে ৭ কোটি রুপি দেওয়া হয়েছে।’ অ'ভিনেত্রীর এ স্ট্যাটাসে হু'মড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। কাকে ৭ কোটি ভা'রতীয় রুপি দেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন অনেকেই।
শ্রীলেখার এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই। বিজেপির তারকা সদস্য রিমঝিম মিত্রও কমেন্টস করেছেন শ্রীলেখার পোস্টে। জানতে চেয়েছেন, কাকে? অ'ভিনেত্রীর পোস্টের প্রতিক্রিয়া দিতে গিয়ে গেরুয়া শি'বিরকে একহাত নিয়েছেন পরিচালক অনীক দত্ত। লিখেছেন, ‘ব্যবসায়ীদের পার্টি দরাদরিতে তেমন ভাল নয়।’
সূত্র: সংবাদ প্রতিদিন